নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীর চারটি ছিটমহলে শুমারি শুরু বৃহস্পতিবার (৫ অক্টোবর)। চলবে (১৪ অক্টোবর) শনিবার পর্যন্ত। ডিমলা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এমদাদুল হক খান জানান, বৃহস্পতিবার সকালে ২৮ নম্বর বড় খানকি ছিটমহলে শুমারির কার্যক্রম শুরু হবে। দু’জন তথ্য সংগ্রহকারী অধিবাসীদের তথ্য সংগ্রহ করবেন। ইতোমধ্যে তথ্যসংগ্রহকারী সংক্রান্ত প্রশিক্ষণ নিয়ে এসেছেন সংশ্লিষ্ঠরা।
প্রসঙ্গত বিলুপ্ত চারটি ছিটমহলে ১১৯টি পরিবারে জনসংখ্যা রয়েছে ৫৪৫ জন। এরমধ্যে পুরুষ ২৮১ এবং নারী ২৬৪ জন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

