ক্রীড়া প্রতিবেদক:
আবুধাবি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২১ রানের নাটকীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। পঞ্চম দিনে সরফরাজদের হারিয়ে প্রথম টেস্টে জয় তুলে নিল সফরকারীরা।
জিততে পাকিস্তানের দরকার ছিল মাত্র ১৩৬ রান। হাতে ছিল ৬৩ ওভার। সরফরাজের দল সহজ জয় পাবে বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ দিনের নাটকীয়তায় জয় পায় শ্রীলঙ্কা। সোমবার টেস্টের শেষ দিন পাকিস্তানকে ২২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।
টেস্টের প্রথম ইনিংসে ৪১৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪২২ রানেই থামে পাকিস্তান। তারপর ৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান নিয়ে রোববার দিন শেষ করে শ্রীলঙ্কা। তারপর বাকি ছয় উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নেমে সোমবার ১৩৮ রানে গুটিয়ে গেলে পাকিস্তানের সামনে ১৩৬ রানের লক্ষ্য দেয় লঙ্কানরা।
কিন্তু ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। যার ফলে ২২ রানে হারতে হয় তাদের। তবে সংযুক্ত আরব আমিরাতের ভেন্যুতে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর পাকিস্তান ও শ্রীলঙ্কা পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে।
দৈনিক দেশজনতা /এন আর