২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:০২

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবু রায়হান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ তারাকান্দা উপজেলার আনিসুজ্জামানে ছেলে মৃত রায়হান। বর্তমানে মোহাম্মদপুর নবদয় হাউজিং এলাকায় থাকতো। মৃত রাহানের ছোট ভাই ইব্রাহীম জানান, খিলক্ষেত এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় রায়হান। পরে তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১২:০৬ অপরাহ্ণ