১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা বহিস্কার

নিজস্ব প্রতিবেদক:

বিধবা ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলায় জড়িত হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলু প্রতিবেশী এক বিধবাকে দীর্ঘ তিন বছর ধরে ধর্ষণ করে আসছিলো। এতে ওই নারী অন্তঃসত্বা হয়ে পড়ে। বাবুল জোরপূর্বক তাকে গর্ভপাত করালে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অন্তঃসত্বা নারী অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে ওই নারী বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করে।

এদিকে ধর্ষক যুবলীগ নেতাকে জড়িয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা যুবলীগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১১:১৫ পূর্বাহ্ণ