১৬ই এপ্রিল, ২০২৫ ইং | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:১৬
ব্রেকিং নিউজ

মতিঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিলে সড়ক দুর্ঘটনায় তানিম হোসেন (৭০) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মতিঝিল বক চত্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী ফারুক হোসেন জানান, তানিম মতিঝিল বক চত্তর থেকে একটি ৬ নম্বর যাত্রীবাহী চলন্ত বাসে উঠার সময় পা পিছলে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হন। এসময় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৫:৩৪ অপরাহ্ণ