১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:০৮

তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

অনলাইন ডেস্ক:

তুরস্কের দক্ষিণাঞ্চলের মারমারিস এলাকায় একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

শনিবার বাসটি সাগর তীরবর্তী একটি অবকাশকেন্দ্রের পাশ দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

বাসটিতে ৪০ জন আরোহী ছিলেন। তবে এদের মধ্যে কোনও বিদেশি পর্যটক নেই। ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি বড় খাদে পড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক ঠিকমতো কাজ না করায় এটি রেলিং ভেঙে রাস্তা থেকে ছিটকে পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৪, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ