১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:২৬

নায়ক-খলনায়ক দুই চরিত্রেই হৃতিক?

বিনোদন ডেস্ক:

একই অঙ্গে দুই রূপ! সম্প্রতি হৃতিক রোশনকে নিয়ে এমনটাই বলতে শুরু করেছে ইন্ডাস্ট্রি। কারণ এবার একই ছবিতে নায়ক ও খলনায়কের ভূমিকায় দেখা যাবে হৃতিককে।

বিষয়টা ঠিক কী?

ডেকান ক্রনিকালের খবর অনুযায়ী, ‘কৃষ ৪’এ নায়ক ও খলনায়ক দুই ভূমিকাতেই দেখা যাবে হৃতিককে।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ব্যক্তিত্বের পজিটিভ ও নেগেটিভ দুই দিকই দেখাতে চান হৃতিক। সে কারণে এ ছবিতে দুই ভূমিকাতেই দেখা যাবে অভিনেতাকে। যদিও হৃতিক নিজে এখনও এ নিয়ে মুখ খোলেননি।

তবে এই সম্ভাবনার কথা স্বীকার না করলেও একেবারে উড়িয়ে দেননি পরিচালক রাকেশ রোশন।

তিনি বলেন, ‘আরও একটা কৃষ নিয়ে চিত্রনাট্য লেখাটা সহজ নয়। এতে সময় লাগে। কিন্তু আমরা কৃষ নিয়ে আরও একটা ছবি করবই। তার কাজ চলছে।’

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১০:৩৭ পূর্বাহ্ণ