১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:২১

রাঙামাটিতে ট্রাক উল্টে নিহত ২

রাঙামাটি  প্রতিবেদক:
রাঙামাটি শহরের শিমুলতলী এলাকায় রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাক উল্টে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- রাঙামাটি শহরের নূর হোসেন ও একই এলাকার আবুল হোসেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙামাটি সদর থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান,   ট্রাকটি রাঙামাটি শহর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। শহরের শিমুলতলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও সাতজন আহত হন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ৮:৫৮ অপরাহ্ণ