নিজস্ব প্রতিবেদক:
আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ২৬ থেকে ২৯ সেপ্টেম্বরের আগে সারাদেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রোববার আবহাওয়া অফিসের দায়িত্বরত আবহাওয়াবিদ আবদুর রহমান বলেছেন, ‘সকালের দিকে হালকা বৃষ্টির দেখা মিললেও সারাদিন ঢাকায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুরের দিকে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ ছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিনদিনে (৭২ ঘণ্টায়) বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

