১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:৩১

আবারও চলচ্চিত্রে কবরী

বিনোদন প্রতিবেদক:

২০১২ সালে ‘রাজা সূর্য খাঁ’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী কবরী। সেটাই ছিল শেষ ছবি। এরপর রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। প্রস্তুতি নিচ্ছিলেন চলচ্চিত্র পরিচালনার।

এলো নতুন খবর পাঁচ বছর পর আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কবরী। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেনে ‘মন দেব মন নেব’ শিরোনামের একটি ছবিতে। ছবির পরিচালক রবিন খান এ তথ্য জানান। পরিচালক রবিন খান বলেন, কবরী ম্যাডাম মোটে রাজি হচ্ছিলেন না। অনেক রিকোয়েস্ট করার পর তিনি কাজ করতে রাজি হয়েছেন।

তিনি আরও বলেন, এর আগে মাহিকে চুক্তিবদ্ধ করেছি। এবার নতুন করে কবরী ম্যাডাম রাজি হলেন।

‘মন দেব মন নেব’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। মাহির বিপরীতে শোনা যাচ্ছে এই ছবিতে নায়ক হিসেবে থাকছেন ‘তুখোড়’ ছবির নায়ক শিবলী নোমান। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে রংপুর, কুড়িগ্রামে ছবির শুটিং শুরু হবে।

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ১০:২৮ পূর্বাহ্ণ