১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৩
ব্রেকিং নিউজ

জমি নিয়ে বিরোধে ১৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার দ্বীপচর লাউদারা গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দ্বীপচর লাউদারা গ্রামের রহিম প্রামাণিকের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের ২০০৪ সাল থেকে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রহিম প্রামাণিকের লোকজন গুলি চালায়। এতে ১৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়। গুলিবিদ্ধদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই হাবিবুর রহমানের পক্ষের লোকজন।

গুলিবিদ্ধরা হলেন- মেহেদী হোসেন (১৯), জহুরুল ইসলাম (৩২), রুবেল হোসেন (২৮), আলামিন হোসেন (৩০), আকাশ (২৪), রনজু প্রামাণিক (২৮), রোহান (১৫), হিমেল (১৯), লিলি বেগম (৬০), ফজলু প্রামাণিক (৭৩), স্বাধীন (২১), রনি হোসেন (২৫) ও আশরাফ আলী।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম/এম

প্রকাশ :মে ১৩, ২০১৭ ৫:৫৯ অপরাহ্ণ