১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১৬
ব্রেকিং নিউজ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতির অভিযোগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি পৌরসভা এলাকায় রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

পুরো শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।  ভারপ্রাপ্ত খাগড়াছড়ি জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন জানান, কর্মসূচিকে ঘিরে জানমালের ক্ষতির আশঙ্কায় প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।

গত ২৫ আগস্ট জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য ও নবসৃষ্ট পদের অনুকূলে ৩৫৮ জন শিক্ষক নিয়োগ দেয়ার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি অভিযোগ এনে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১:৩২ অপরাহ্ণ