নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ছাত্রলীগ কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম হত্যা মামলার আসামি দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে শাহপরাণ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন- নগরীর কাষ্টঘর এলাকার গোপাল চন্দের ছেলে গৌতম চন্দ এবং ছড়ারপাড় সুগন্ধা এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে আলী আহমদ জুয়েল। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুম হত্যা মামলার এজহারনামীয় আসামি গৌতমকে কাস্টঘর ও আলী আহমদ জুয়েলকে ছড়ারপার এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গৌতম মাসুম হত্যা মামলার এজাহারনামীয় আট নম্বর ও জুয়েল ১০ নম্বর আসামি।
গৌতমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামে ও জুয়েলের বাড়ি ছাতকের বড়বন্দ গ্রামে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি আক্তার। গত বুধবার নগরীর শিবগঞ্জ এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের ছুরিকাঘাতে খুন হন ছাত্রলীগ কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাসুমের মা আছিয়া বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে শাহপরাণ থানায় মামলা করেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

