১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:৫২

রাতের পার্টিতে ব্ল্যাক-সিলভার কম্বিনেশন

লাইফ স্টাইল ডেস্ক:

এই বছরের ফ্যাশন স্টেটমেন্টে রেড লিপস্টিক বেশ ভালো চলছে। বা ট্রাই করতে পারেন ওরেঞ্জ শেডের কালার। ফ্যাশন ডিজাইনাররা বলছেন, কালো ড্রেসের সঙ্গে যদি রেড ঘেঁষা লিপস্টিক ব্যবহার করেন তাহলে অন্যধরনের এক সৌন্দর্য্য তৈরি হয়। কালো ড্রেসের সঙ্গে টকটকে লাল রঙের লিপস্টিকের ব্যবহার বহুদিনের ফ্যাশন চল। তাই একটু নতুনত্ব আনতে ব্যবহার করতেই পারেন হালকা ওরেঞ্জ শেডের লিপস্টিক।

এক্সপার্টরা জানাচ্ছেন কালো রঙের পোষাকের পাশাপাশি সিলভার জুয়েলারি ব্যবহার করতে পারেন। এখন ফ্যাশনে ব্ল্যাক সিলভার কম্বিনেশন খুব ভালো যাচ্ছে। তাই কোনো পার্টিতে বা অনুষ্ঠানে পরতেই পারেন এই কম্বিনেশন।

আপনাকে ছিমছাম দেখাবে, কিন্তু তার মধ্যেই আপনার সৌন্দর্য্যের বিশেষত্ব ফুটে উঠবে। অতিরিক্ত সাজ না, পড়ুন কালো ধাঁচের শাড়ী বা কোন ওয়েষ্টার্ন ড্রেস আর তার সঙ্গে হালকা সিলভার জুয়েলারি এবং ঠোঁটে দিন ওরেঞ্জ লিপস্টিক। দেখবেন সেই পার্টিতে সবার নজর থাকবে আপনার দিকেই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ