১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৩
ব্রেকিং নিউজ

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি:

মায়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও বর্বরোচিত নির্যাতন বন্ধের দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের নওযোয়ান মাঠের সামনের রাস্তায় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানাপের জেলা শাখার সভাপতি উত্তম কুমার সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, এমএম রাসেল, জাহিদুর রহমান বাবু, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত, অ্যাড. মোহসিন রেজা, সলিল মাহমুদ, গাইড শিক্ষক উম্মে সালমা, সাধারন সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী শিঠু, শিক্ষার্থী মিজানুর রহমান সহ প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।

বক্তরা মায়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নির্যাতন বন্ধ এবং বাংলাদেশে আশ্রীত রোহিঙ্গাদের খাদ্য বস্ত্র চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ২:০২ অপরাহ্ণ