১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২২
ব্রেকিং নিউজ

মুন্সীগঞ্জে মাজারে ২ নারীকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ শহরের কাটাখালির একটি মাজারের ভেতরে দুই নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের ভিটিশিলমন্দি এলাকার বারেক লেংটার মাজারে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।নিহতরা হলেন- আমেনা বেগম (৬০) ও তাইজুন খাতুন (৪৮)। তারা রাতে মাজারে থাকতেন বলে জানা গেছে।

মাজারের খাদেম মো. মাসুদ খান লেংটা জানান, সকালে এসে তিনি মাজারের ভেতরে গলাকাটা অবস্থায় আমেনা ও তাইজুনকে দেখতে পান। পরে তিনি খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন মাসুদ খান। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, মাজার থেকে লাশ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার জন্য কাজ শুরু করেছে পুলিশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১২:১১ অপরাহ্ণ