আন্তর্জাতিক ডেস্ক:
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের ব্যাপারে আগামী সপ্তাহে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (এএসইএএন) এর বিধায়কদের বৈঠকে আলোচনা করার প্রস্তাবে আপত্তি জানিয়েছে মিয়ানমার। সোমবার বিকেলে ফিলিপাইনের একজন কর্তাব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
এএসইএএন’র বিধায়কদের বৈঠকে চলমান রোহিঙ্গা সঙ্কট আলোচনায় রাখার প্রস্তাব জানিয়েছিল ইন্দোনেশিয়া। তবে মিয়ানমার তাতে আপত্তি জানায়। বিধায়ক আরতেমিও আদাসাকে উদ্ধৃত করে এবিএস-সিবিএন নিউজ এ ব্যাপারে সংবাদ প্রকাশ করেছে।
ফিলিপাইন হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর উপ সাধারণ সম্পাদক আরতেমিও আদাসা বলেন, ‘মিয়ানমার আপত্তি জানিয়েছে … সেকারণে চাইলেও আমরা এ ব্যাপারে আলোচনা করতে পারব না।’
গত বৃহস্পতিবারও ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে এএসইএএন’র অন্তবর্তী পরিষদের সদস্যরা বৈঠক করেছেন। মিয়ানমারের আপত্তি সত্ত্বেও কিছু চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আদাসা।
জাতিসংঘের হিসাব মতে, ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার সেনাবাহিনীর তাণ্ডব থেকে রক্ষা পেতে অন্তত তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।
বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম রোহিঙ্গারা জানান, সেনাবাহিনী এবং বৌদ্ধরা মিলে নারী, পুরুষ এবং শিশুদের হত্যা, নির্যাতন এবং ধর্ষণ করছে। বাড়িঘর আগুন দিচ্ছে তারা, লুটপাট করছে সমানহারে।
বাংলাদেশ জানিয়েছে অন্তত তিন হাজার রোহিঙ্গা নিহত হয়েছে। রোহিঙ্গাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে তুরস্ক; প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, জাতিসংঘের কাছে রোহিঙ্গাদের ব্যাপারে কথা বলবেন তিনি।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

