নিজস্ব প্রতিবেদক:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ অস্থায়ী সরকারের অধীনে করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া ও সেনা মোতায়েনেরও দাবি জানিয়েছে দলটি। আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে এসব দাবিসহ মোট ১৫টি প্রস্তাব দেয় দলটি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। দলটির মহাসচিব মওলানা মাহফুজুল হকের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।
দলটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে নির্বাচনী কার্যক্রম শুরুর দিন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় ইসির অধীনে আনা; নির্বাচনের সাতদিন আগে থেকে নির্বাচনের ৭২ ঘন্টা পর পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা; নির্বাচনে কালো টাকার প্রভাবমুক্ত করা, ব্যক্তিগত সব ধরনের প্রচার বন্ধ করে ইসির পক্ষ থেকে প্রচারের ব্যবস্থা করা; আর এই প্রচারের টাকা প্রার্থীদের কাছ থেকে নেয়া।
এছাড়া, নির্বাচন সংক্রান্ত সব মামলা ইসির মাধ্যমে ছয় মাসের মীমাংসা করা, আগের সীমানায় নির্বাচন করা, নির্বাচন সংক্রান্ত সব আইন বাংলা ও সহজবোধ্য করা, ধর্মভিক্তিক রাজনৈতিক দল ও স্বাধীনতা বিরোধীদের ইসিতে নিবন্ধনের সুযোগ না দেয়া।
নিবন্ধনের ক্ষেত্রে ধর্মের সঙ্গে কোনো সাংঘর্ষিক আইন করা বা শর্ত না দেয়া, নির্বাচনকালীন সময় সব অবৈধ অস্ত্র উদ্ধার করা আর বৈধ অস্ত্র জমা নেয়া, অনলাইনে মনোনয়নের ব্যবস্থা করা, নির্বাচনের খবর প্রচারে মিডিয়ায় কোনো বাধা না দেয়া, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও প্রবাসীদের ভোটার করার দাবি জানায় দলটি। ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেছে ইসি। ২৪ আগস্ট থেকে দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু হয়। এ পর্যন্ত ৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করল ইসি।
এরপর ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় কল্যাণ পার্টি, বিকেল ৩টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ; ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টি; ১৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বিকেল ৩টায় প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি); ২০ সেপ্টেম্বর বেলা ১১টায় গণফ্রন্ট, বিকেল ৩টায় গণফোরাম এবং ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকেল ৩টায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর সঙ্গে সংলাপের বসার কথা রয়েছে। ২০১৯ সালের ২৮ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

