১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:১৩

কাজাখস্তানের জাতীয় জাদুঘর পরিদর্শনে রাষ্ট্রপতি

দৈনিক দেশজনতা ডেস্ক:

কাজাখস্তানের জাতীয় জাদুঘর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওআইসি সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে যান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসসকে জানিয়েছেন, ‘ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনের শেষ দিনে রাষ্ট্রপতি হামিদ পরিবারের সদস্যদের নিয়ে জাদুঘর পরিদর্শন করেন।’রাষ্ট্রপতি স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে জাদুঘরে পৌঁছান। সেখানে তিনি এক ঘন্টা অবস্থান করেন এবং আস্তানা হল, স্বাধীন কাজাখস্তান হল, গোল্ড হল, প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস হল, ঐতিহাসিক হল, নৃকুলবিজ্ঞান হল ও আধুনিক কলাবিদ্যার হল পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি হামিদ সেখানে পৌঁছালে আস্তানার জাদুঘর কর্তৃপক্ষ তাকে অভ্যর্থনা জানান।

পরে রাষ্ট্রপতি কাজাখস্তান জাতীয় জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

আজই দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ