আন্তর্জাতিক ডেস্ক:
রাখাইন রাজ্যে আরাকান স্যালভেশন আর্মি বা আরসা’র একতরফা অস্ত্রবিরতির ঘোষণা প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শদাতা অং সান সু চি’র মুখপাত্র রোববার টুইটবার্তায় বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস করবে না তার দেশ।’ খবর: বিবিসির।
গত ২৪ আগস্ট মধ্যরাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে একসঙ্গে ২৫টি পুলিশ স্টেশন ও একটি সেনা ক্যাম্পে আরসা সদস্যরা প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এর ১৫ দিনের মাথায় গত শনিবার একতরফাভাবেই রোববার থেকে অস্ত্রবিরতির ঘোষণা দেয় আরসা। আরসা’র ওই হামলার পর রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী অভিযানের নামে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। গ্রামের পর রোহিঙ্গা মুসলিমদের গ্রাম জ্বালিয়ে দেয়।
এতে এখন পর্যন্ত কয়েক হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন। আর প্রাণ বাঁচাতে পালিয়ে শুধুমাত্র বাংলাদেশেই ৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সীমান্তে এখনো শরণার্থীদের ঢল রয়েছে। এর মধ্যেই আরসা’র পক্ষ থেকে অস্ত্রবিরতির বিবৃতি আসে। রাখাইনের মানবিক সংকট বিবেচনায় নিয়ে এই অস্ত্রবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, প্রতিপক্ষ মিয়ানমারের সেনাবাহিনীও তাতে সাড়া দেবে। পাশাপাশি আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকেও রাখাইনে ত্রাণ তৎপরতা চালানোর আহ্বান জানায় আরসা।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

