আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে হারিকেন ইরমা’র আঘাতে এক ডেপুটি শেরিফসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, শক্তিশালী ঘূর্ণিঝড়টি রোববার ঘণ্টায় প্রায় ২শ’ কিলোমিটার গতিতে ফ্লোরিডার মেইনল্যান্ডে আঘাত হানে। কর্তৃপক্ষ নেপলস’এর দক্ষিণে হারিকেনটি আঘাত হানার সময় ১৫ ফুট দীর্ঘ জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্কতা জারি করে। হারিকেনের আঘাতে এরই মধ্যে বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে। ফ্লোরিডার পশ্চিম উপকূলে এরই মধ্যে জলোচ্ছ্বাসের খবর পাওয়া গেছে। ওই অঞ্চলে এখনও ঝড়ো বাতাস বইছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বতর্মানে সেখানকার বাতাসের বেগ ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বলে রেকর্ড করা হয়েছে। ইরমা ক্রমেই দুর্বল হয়ে ক্যাটাগরি ৩ থেকে ২’এ রূপান্তরিত হচ্ছে সংস্থাটি জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর রাজ্যের প্রায় ৩৪ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। প্রতিবেদনে বলা হয় মিয়ামি শহরের একটি বড় অংশ পানিতে তলিয়ে গেছে। ঘূর্ণিঝড়ের আগেই কর্তৃপক্ষ অবশ্য ক্ষয়ক্ষতি এড়াতে রাজ্যের প্রায় ৬৩ লাখ মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেয়। হারিকেন ইরমার আঘাতে ফ্লোরিডার জনজীবন স্থবির হয়ে পড়েছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে।
এর আগে শক্তিশালী ঘূর্ণিঝড়টি ক্যারিবিয় দ্বীপপুঞ্জে আঘাত হানলে অন্তত ২৮ জন প্রাণ হারান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্যোগ মোকাবেলায় সব ধরনের উদ্যোগের নির্দেশ দিয়েছেন। ইরমা’কে বড় দানব আখ্যা দিয়ে ওই অঞ্চলে শীঘ্রই সফর করবেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

