১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:১০

পাকিস্তানে সাগরে ডুবে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের করাচির সংলগ্ন আরব সাগরে ডুবে দুই শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা দু’টি পরিবারের সদস্য। পিকনিক করতে তারা সেখানে গিয়েছিল।

রোববার পাক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দু’টি পরিবার আরব সাগরের তীরে হকসবে সৈকতে পিকনিক করতে গিয়েছিল। তখন সাগর বেশ উত্তাল ছিল। এসময় সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যায় ১২ জন।
আজ রোববার সকালে প্রত্যেকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে করাচি দক্ষিণের ডিআইজি আজাদ খান জানান, প্রথমে একটি শিশু সৈকতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে সাগরের ঢেউয়ে ভেসে যায় বাকিরা। দুর্ঘটনার পরপরই হকসবে সৈকতে তল্লাশি অভিযান শুরু করে উদ্ধারকারী দল। তবে কাউকেই বাঁচানো যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি করাচি সংলগ্ন আরব সাগরে ডুবে মারা যাওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এ সময়টায় সৈকতে পানিতে নামা এবং গাড়ি চালানোর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকেই পানিতে নামছেন। করাচির কয়েকটি সৈকতে মে মাসে প্রাণ হারিয়েছিল ১৮ ব্যক্তি। এছাড়া, গত এক মাসে ডুবে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৭ ৫:১৪ অপরাহ্ণ