নিজস্ব প্রতিবেদক:
র্যাব রাজধানীর মিরপুরের বর্ধনবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা থেকে সাতটি লাশ উদ্ধার করেছে। এলিট এই বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুর পৌনে একটার দিকে ওই কক্ষ থেকে তিনটি পোড়া লাশ উদ্ধারের কথা জানিয়েছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। তখন মুফতি মাহমুদ গণমাধ্যমকে জানান, বাড়িটির ৫ম তলার একটি কক্ষ থেকে তিনটি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পুরো ভবন তল্লাশি চালিয়ে পোড়া তিনটি মরদেহের সন্ধান পায়। সাবধানতা অবলম্বন করে বাকি কক্ষগুলো তল্লাশি করা হচ্ছে। র্যাবের অভিযান শেষ হলে বিস্তারিত জানানো যাবে।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডের বাড়িটি সোমবার গভীর রাত থেকে ঘিরে রাখে র্যাব।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

