নিজস্ব প্রতিবেদক:
মুক্তামনির হাতের দ্বিতীয় অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। তার হাতের অসম্পন্ন অংশটুকু সম্পন্ন করার জন্য এ অস্ত্রোপচার করা হয়। মঙ্গলবার সকাল ৯টায় তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয় বলে জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন।
তিনি জানান, বেলা সাড়ে ১২টায় তার অপারেশন সফল হয়। তার হাত থেকে টিউমারের বাকি অংশ অপসারণ করা হয়েছে। সঠিক সময়ে তার চেতনা ফিরেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, গত মঙ্গলবার মুক্তামনির হাতের ২য় অস্ত্রোপচারের জন্য ওটিতে নেয়া হলেও তার শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় অস্ত্রোপচার স্থগিত করা হয়। বোর্ডের সিদ্ধান্ত মতে আজ মঙ্গলবার তার হাতের বাকি থাকা অংশটুকু অস্ত্রোপচার করা হয়।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

