নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং নামে একটি পোশাক কারখানায় আগুন লাগে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের গাজীপুরের কালিয়াকৈর ও জয়দেবপুর, সাভারের ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারি উপপরিচালক আক্তারুজ্জামান জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের সাততলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, ইপিজেড, মির্জাপুর ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তৈরি পোশাক, ফেব্রিক্স ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে হবে বলে জানান ওই কর্মকর্তা।
M/H
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

