১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:২৮

আগামী সপ্তাহে দেশে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে তাঁর পায়ের চিকিৎসা শেষ করে আগামী সপ্তাহে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘উনার (খালেদা জিয়া) আর্থারাইটিসে যে ব্যথাটা আছে, উনি মাঝে মাঝে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। এটার চিকিৎসা চলছে এখন।’ তিনি আরও বলেন, আমরা আশা করি যে, আগামী সপ্তাহের মধ্যে এটা শেষ হবে। এর পরই উনি চলে আসবেন। বিএনপির মহাসচিব বলেন, ‘আমার সঙ্গে সোমবারও উনার (খালেদা জিয়া) কথা হয়েছে, উনি বলেছেন, আমি দ্রুত আসার চেষ্টা করছি।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ২:২৫ অপরাহ্ণ