নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি নিয়োগে বিতর্ক থাকলেও আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতাবলে আইনি প্রক্রিয়ায় সাময়িকভাবে ভিসি নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতি এটা করতে পারেন। সংবিধান তাকে এ ক্ষমতা দিয়েছে। মঙ্গলবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।ভিসি নিয়োগ প্যানেল আদালত স্থগিত করেছে তারপরও কীভাবে ভিসি নিয়োগ করা হলো-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। তবে আইনের ব্যত্যয় ঘটেনি। রাষ্ট্রপতি এটি করতে পারেন ’
তিনি আরও বলেন, আরেফিন সিদ্দিক যখন প্রথম দফায় সাময়িকভাবে উপাচার্য হলেন, তখন এই শর্তগুলোই লেখা ছিল। সাময়িক নিয়োগ হলেও চার বছরের জন্য নিয়োগ দেয়ার সময় যেসব শর্ত লেখা থাকে, নতুন নিয়োগের ক্ষেত্রেও তাই আছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

