১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:২১

রামুতে বাস খাদে পড়ে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি:  

কক্সবাজারের রামুতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন তিনজন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার সকাল পৌনে ৮টায়  কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু পুরাতন বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রামু পুরাতন বাইপাসে এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ডিভাইডারে ধাক্কা খায় এবং পরে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আটজনকে উদ্ধার করে রামু ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। রামুর তুলাতলি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, আসমা পরিবহনের ওই বাস এ লাইনের গাড়ি নয়। তাদের ধারণা, বাসটি পর্যটক নিয়ে কক্সবাজার এসেছিল। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ১০:৪১ পূর্বাহ্ণ