১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:২৪
ব্রেকিং নিউজ

টাঙ্গাইলে বাস খাদে, আহত ২০

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের মির্জাপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। রোববার বিকেল ৪টার উপজেলার গোড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোড়াইল নয়াপাড়া এলাকায় পৌঁছলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায় এবং  বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়।

আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ৭:১৭ অপরাহ্ণ