১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:২৭

পাকিস্তানে বোমা বিস্ফোরণ : নিহত ১৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুংয়ে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরপর একটি মসজিদের পাশে এ বিস্ফোরণের ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে খবর দিয়েছে  পাকিস্তানি গণমাধ্যম ডন।
পাকিস্তানি গণমাধ্যম ডনের খবরে বলা হয়, এ হামলায় পাকিস্তান সিনেটের ডেপুটি চেয়ারম্যান আব্দুল গফুর হায়দারির গাড়ি বহর আক্রান্ত হয়েছে। পরে হায়দারি সংবাদ মাধ্যমকে বলেন, এ ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন। বর্তমানে তিনি কুয়েটায় চিকিৎসা নিচ্ছেন।
মাস্তুং বেসামরিক হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট জানান, ওই হাসপাতালে কম করে হলেও ১৭ জনের লাশ মিলেছে। যদিও নিহতের সংখ্যা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
হাসপাতাল সূত্রে বলা হয়, এ হামলায় আহত হয়েছেন ৩০ জন।
মাস্তুং সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সেখানে আরো ডাক্তারকে ডাকা হয়েছে। হতাহতদের অধিকাংশই জামিয়াত-ই-ইসলাম-ফজ্‌ল (জুই-এফ) পার্টির কর্মী বলে জানিয়েছে উদ্ধারকাজে নিয়োজিত সূত্র।
তথ্যসূত্র: ডন।
N/R
প্রকাশ :মে ১২, ২০১৭ ৭:৩০ অপরাহ্ণ