নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় এসে ধানমন্ডি এলাকা থেকে ইশরাক আহমেদ (২০) নামে কানাডার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানিয়েছেন, গত ২৬ আগস্ট শনিবার রাতে তিনি ধানমন্ডি এলাকা থেকে নিখোঁজ হন। তার বন্ধুরা তাকে সর্বশেষ সাত মসজিদ রোডের ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের সামনে দেখেছিলেন। ওই দিন সেখানে তারা আড্ডা দিয়েছিলেন। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেও এই বিষয়ে সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিনি একাই হেটে যাচ্ছিলেন। তবে ক্যামেরার কাভার রেঞ্জ বেশি না থাকায় তিনি কোন দিকে যাচ্ছিলেন সেটা বোঝা যায়নি।
তিনি জানান, ইশরাক নিখোঁজ হওয়ার পরদিন তার বাবা জামাল উদ্দীন একটি সাধারণ ডায়েরি (নম্বর ১৩১৫) করেছেন। ইশরাক কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত জুনে তিনি দেশে আসেন, ঈদের পর তার কানাডায় ফিরে যাওয়ার কথা।
জিডি সূত্রে জানা গেছে, ওই দিন (শনিবার) তিনি ধানমন্ডির ১৯ নম্বরের স্টার কাবাবে খাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এর পর আর বাসায় ফেরেননি। ওই দিন থেকে তার মোবাইল ফোন বন্ধ।
ওসি আব্দুল লতিফ জানান, ইশরাক আহমেদের খোঁজে সর্বোচ্চ চেষ্টা চলছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

