২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৫৭

ভারতীয় জাস্টিন বিবার!

বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো এসেই ভারত মাতিয়েছেন কানাডার পপসঙ্গীতশিল্পী জাস্টিন বিবার। গত বছরের শেষ দিকে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের একটি ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়। সেখানে অর্জুনের সঙ্গে গ্র্যামী জয়ী তারকা বিবারের চেহারার তুলনায় হিড়িক পড়ে অনলাইনে।গত বুধবার ভারতে কনসার্ট করেন বিবার। ভারতজুড়ে এখন জ্বলছে বিবারজ্বর। তাই শচীনপুত্রের সঙ্গে ফের বিবারের তুলনায় মেতেছে নেটিজেনরা। গত বছর ভাইরাল হওয়া ছবিটিই ব্যবহার করে নানা আলোচনায় মেতেছে তারা। তাদের দাবি, ‘বিবারের যমজ ভাই অর্জুন। ‘ আবার কেউ কেউ বলছে, ‘অর্জুন নাকি ভারতীয় জাস্টিন বিবার!’যাকে নিয়ে এত হইচই সেই অর্জুন নিজেও বিবারভক্ত। সম্প্রতি পায়ে আঘাত পেয়েছেন জুনিয়র টেন্ডুলকার। তারপরও ক্রাচে ভর দিয়ে ঠিকই হাজির হয়েছেন মুম্বাইয়ের ডিআই পাতিল স্টেডিয়ামে আয়োজিত বিবারের কনসার্টে। অর্জুনের বড় বোন সারাও বিবারের ভক্ত। ২০১৫ সালে আমেরিকার বিবারের কনসার্টে গিয়েছিলেন সারা। সেসময় বিবারের সঙ্গে সেলফিও তুলেছিলেন।

এন/এইচ=দেশ জনতা

প্রকাশ :মে ১২, ২০১৭ ৩:১৮ অপরাহ্ণ