১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১৭
ব্রেকিং নিউজ

ভাঙ্গায় বাসের ধাক্কায় ট্রাক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-খুলনা বিশ্বরোডের পুলিয়া বাসষ্ট্যান্ডে বুধবার ভোরে বাসের ধাক্কায় ট্রাক খাদে চলে যায়। এসময় ট্রাকের চালক মামুন সেক (৩০) ঘটনাস্থলেই মারা যান। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পুটিখালি গ্রামের শহিদুল সেকের ছেলে।
দুর্ঘটনায় বাসের ও ট্রাকের ১৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় জনতা ও হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজউদ্দিন জানান, রাতে মুষলধারে বৃষ্টির সময়ে গোপালগঞ্জগামী একটি ছোট ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সে সময় ট্রাকটির পেছন দিক থেকে বরিশালগামী ইলিশ পরিবহন ধাক্কা দেয়। এতে করে দুটি গাড়িই খাদে পড়ে যায়।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৬:১১ অপরাহ্ণ