বিনোদন ডেস্ক:
প্রিয়াঙ্কা চোপড়া অসম্ভব ব্যস্ত। কখনও হলিউড, কখনও বলিউড। কখনও অভিনয়, কখনও গান। কখনও প্রযোজনা। সব সময় অভিনেত্রী কাজের চাপে থাকেন। বৃহস্পতিবার দেশি গার্ল খ্যাত এই নায়িকা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘আমার চোখ দিয়ে দেখুন, মুম্বাই মেরি জান।’ তার মানে প্রিয়াঙ্কা ফের মুম্বাই ফিরেছেন। কিন্তু হঠাৎ দেশে ফিরলেন? নেহাত ছুটি কাটাতে নাকি অন্য কিছু? না, অভিনেত্রীর ছুটির কোনো ফুরসত নেই। আসলে নিজের প্রযোজনায় বলিউডি ছবি ‘গুসতাকিয়া’র জন্য অভিনেত্রী ফের মুম্বাই উড়ে এসেছেন। আসলে ছবির জন্য নায়ক খুঁজছেন । ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, প্রিয়াঙ্কার আসন্ন বলিউড ছবিতে নায়ক হিসেবে উঠে এসেছে দু’জনের নাম- ইরফান খান ও অভিষেক বচ্চন। যদিও কাউকে নিয়েই কোনো রকম সবুজ সংকেত মেলেনি। তবে ছবির পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন সঞ্জয় লীলা বানসালী। এই নায়িকার নিজের প্রযোজনায় সিকিমের ছবি ‘পহুনা’র প্রচারের কাজও হাতে রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

