উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস একসাইজ ও শুল্ক গোদামে কর্মরত জোয়ানরা পরিত্যক্ত অবস্থায় ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে নয়টার দিকে ঘুমধুম-তুমব্র“ সড়কের উখিয়ার ঘাট কাস্টমস স্টেশনস্থ কবরস্থানের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে কাস্টমস সুত্রে নিশ্চিত করা হয়েছে। উখিয়ার ঘাট শুল্ক গোদাম ও চেকপোস্টের দায়ীত্বরত সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমানের নির্দেশে সাব ইন্সপেক্টর ইমাম হোসেন এর নেতৃত্বে মিয়ানমারের দলবদ্ধ কয়েকজন শিশু ও লোকজনকে সন্দেহজনক থামানোর সংকেত দিলে ওইসব লোক মুহুর্তেই দৌড় দিলে কাস্টমস জোয়ানরা পিছু ধাওয়া করে। এসময় মিয়ানমারের ওইসব লোক একটি ছোট প্লাস্টিক মোড়ানো প্যাকেট ফেলে দেয়। উক্ত প্যাকেট উদ্ধার করে গুণে ৫০০ পিস ইয়াবা পান। যার মুল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। উদ্ধার করা ইয়াবা মাদক নিয়ন্ত্রণ আইনের সংশিষ্ট ধারায় মামলা রুজু করে, যার নং -জিআর ৪৪৭ /১৭, তারিখ -১৭/০৮/২০১৭ইং লিপিবদ্ধ পুর্বক গোদামে জমা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা মিজানুর রহমান।
দৈনিক দেশজনতা/এন আর