নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পান্থপথে হোটেল ওলিও’র ভেতরে আত্মঘাতী বোমা বেস্ফোরণে একজন নিহত হয়েছেন। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলে ভেতরে একজন মারা গেছে। তবে পরিচয় জানা যায়নি। তার সঙ্গে একটি চামড়ার ব্যাগ পাওয়া গেছে। এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর পান্থপথে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা ওই হোটেলের ভেতরে গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় হোটেলের দেয়াল ধসে পড়ে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, হোটেলের যে কক্ষে বিক্ষোরণ ঘটেছে, আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক সোমবার রাতে সেটি ভাড়া নেয়। হোটেলের রেজিস্ট্রার খাতার তথ্য অনুযায়ী ওই যুবকের নাম সাইফুল ইসলাম, বাড়ি খুলনার ডুমুরিয়ায়। পুলিশ ধারণা করছে, ওই যুবকই (সাইফুল ইসলাম) নিহত হয়েছে।
দৈনিকদেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

