১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:৪২

সাভারে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

 

নিজস্ব প্রতিবেদক:

সাভারে অভিযান চালিয়ে মহসিন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাক জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাভারের ঝাউচড় এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সাভারের হেমায়েতপুর ঝাউচড় এলাকার বাসিন্দা মহসিন দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে  গোয়েন্দা পুলিশ ভোরে ঝাউচড় এলাকায় অভিযান চালিয়ে মহসিনকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবির এ কর্মকর্তা আরো জানান, মহসিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতে পাঠানো হবে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ১১:৪৬ পূর্বাহ্ণ