২২শে এপ্রিল, ২০২৫ ইং | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:১৩
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে সোনার বারসহ গ্রেপ্তার ৩ জন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে ৮টি সোনার বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাত ৯টার দিকে রিয়াজউদ্দিন বাজারের একটি মুদির দোকান থেকে সোনার বার উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মামুন (৩০), নূরনবী (৩৭) এবং ফয়জুল হক (৩৮)।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রহিম জানান, রিয়াজউদ্দিন বাজারের মাহমুদ এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ৮টি সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া ওই দোকানে ওমান, কাতার, বাহরাইন ও মার্কিন মুদ্রা পাওয়া গেছে। উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ৯:৫৪ পূর্বাহ্ণ