নিজস্ব প্রতিবেদক:
প্রায় দেড় কোটি টাকার বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানসহ সিটিসেলের আট কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। এই মোবাইল ফোন কোম্পানির পাঁচ কর্মীর করা পাঁচটি আলাদা মামলায় সোমবার ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান তাবাস্সুম ইসলাম এই আদেশ দেন।
আদেশে মামলার বিবাদীদেরকে আগামী ৪ অক্টোবর আদালতে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ দেয়া হযেছে বলে বাদী পক্ষের আইনজবী তানজিম আল ইসলাম জানিয়েছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

