নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মধ্য বাড্ডা পোষ্ট অফিস গলির সামনের রাস্তা থেকে রুস্তম আলী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
সোমবার ভোড় ৫টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। নিহত রুস্তম জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার ঢাকরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) নওশাদ আলী জানায়, রুস্তম ভোরে একটি চলন্ত বাসের ছাদ থেকে পরে ঘটনাস্থলেই মারা যায় বলে প্রাথমিকভাবে জানতে পারি।
তিনি আরো জানান, মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়েছে। পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

