১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:০০

শাহজালালে ২৫ কেজি সোনাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫ কেজি সোনাসহ একযাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মো. জামিল আক্তার। ঢাকা কাস্টমস হাউজ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, আটককৃত যাত্রী জামিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার (০৫ আগস্ট) সন্ধ্যার পর ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গুরুতর অসুস্থতার ভান করে হুইলচেয়ারে চড়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের ২৫০টি স্বর্ণবার পাওয়া যায়। এসব সোনার বারের ওজন প্রায় ২৫ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ১২:১৯ অপরাহ্ণ