আন্তর্জাতিক ডেস্ক:
নকশালবাড়িতে আন্দোলন ভেস্তে গেলেও দার্জিলিংয়ের অশান্তির আগুন পাহাড়ে ছড়িয়ে দিতে মরিয়া একটি গোষ্ঠী। পুলিশ ও গোয়েন্দা বিভাগের এমন গোপন তথ্যের ভিত্তিতে রাজ্য সরকার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহরে বাড়তি সতর্কতা জারি করেছে।
আজ, রবিবার থেকে শিলিগুড়ির বেশ কয়েকটি এলাকায় পুলিশ ১৪৪ ধারা জারি করেছে। গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা ত্রিলোক রোকা জানান, তারা কোনও অশান্তির পথে হাঁটেন না। তবে পাহাড়ের মতো সমতলেও তারা শান্তিপূর্ণ ভাবে মিটিং-মিছিল করার চেষ্টা করবেন।
পুলিশ কমিশনার বলেন, শান্তিপূর্ণ আন্দোলন হলে কিছু বলার নেই। কিন্তু, স্পষ্ট আশঙ্কা থেকেই সতর্কতা জারি হয়েছে। যে সব জায়গায় ১৪৪ ধারা জারি হয়েছে, সেখানে একযোগে চার-পাঁচজন দলবদ্ধ হয়ে ঘোরাফেরা করলেই গ্রেপ্তার হতে পারে। শুধু তাই নয়, পুলিশ শহরের প্রতিটি থানা এলাকায় গত জুন-জুলাই মাস থেকে কে বা কারা বাড়ি ভাড়া নিয়েছে, সেই তথ্যও থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ।
পুলিশের কাছে তথ্য রয়েছে, পাহাড়ে নানা মামলায় অভিযুক্তদের কয়েকজন শিলিগুড়ি, ভক্তিনগর, প্রধাননগর, মাটিগাড়া এলাকায় ঘাঁটি গেড়েছেন। পাহাড়ের একাধিক বাসিন্দা ও ব্যবসায়ীর মাধ্যমে ঘর ভাড়া নিয়ে তা ব্যবহার করছেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

