বিনোদন ডেস্ক:
শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক ইমতিয়াজ আলীর নতুন ছবি যব হ্যারি মেট সেজাল। এটি শাহরুখ খান এবং আনুশকা শর্মা জুটির তৃতীয় ছবি । তবে ইমতিয়াজ আলীর সঙ্গে দু’জনেরই প্রথম ছবি। মুক্তি পাওয়ার আগে থেকেই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক। ইমতিয়াজ আলীর ছবি মানেই বেশ অ্যাডভেঞ্চারাস (উত্তেজনায় ভরপুর) স্ক্রিপ্ট। ছবির প্রোমো থেকে ট্রেলার, সবকিছুতেই উত্তেজনা বাড়িয়ে রেখেছিলেন কলাকুশলীরা। আর তার প্রভাবও পড়ল বক্স অফিসে। ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, যব হ্যারি মেট সেজাল ছবি মুক্তি পাওয়ার প্রথম দিনেই দর্শকদের উন্মাদনা লক্ষ্য করা গেল। আর তাই প্রথম দিনেই ব্যবসা করে ফেলল ১৭.২৫ কোটি টাকার। ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা টুইট করে ছবির বক্স অফিস কালেকশনের তথ্য দিয়েছেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

