নিজস্ব প্রতিবেদক:
মংলা কোস্টগার্ড (পশ্চিম জোন) অভিযান চালিয়ে বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আশরাফুল শেখ (৪৫) ডাকাতদলের সক্রিয় সদস্য। তিনি ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামে সুলতান শেখের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম ফরিদুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন রুপসা ও কোস্টগার্ড গোয়েন্দার একটি টহল দল কাটাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এসময় আশরাফুল শেখকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, গ্রেফতার আশরাফুল শেখ তালিকাভুক্ত ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বাগেরহাটের মোল্লাহাটসহ বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে মামলা রয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

