নিজস্ব প্রতিবেদক:
মুসলিম দেশ সমূহের জোট ওআইসির মহাসচিব ইউসেফ বিন আহমদ আল-ওসাইমিন বলেছেন, সারা বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর যে সমস্যা রোহিঙ্গা সমস্যাটি সবচেয়ে ভয়াবহ। শুক্রবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ওআইসি এ বিষয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে আলোচনা করে যাচ্ছে। যাতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়া যায়। একই সঙ্গে এ সমস্যা সমাধানে আর্ন্তজাতিক সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বিমানে করে কক্সবাজার এসে তিনি সাড়ে ১২টার দিকে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে গিয়ে পৌঁছেন। এরপর তিনি অনিবন্ধিত ক্যাম্প পরিদর্শন করেন।
সেখানে তিনি নির্যাতিত অনেক রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। এ সময় তার সঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ আর্ন্তজাতিক সংস্থার প্রতিনিধি, সরকারি প্রতিনিধিরা ছিলেন। পরে বেলা দেড়টার দিকে কক্সবাজার ফেরেন তিনি। বিকেলে তিনি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। এর আগে বৃহস্পতিবার চার দিনের সফরে তিনি ঢাকায় এসে পৌঁছেন।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

