অনলাইন ডেস্ক:
চলচ্চিত্র পরিচালক সমিতি সদস্য থেকে পদত্যাগ করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নির্মাতা কাজী হায়াৎ।
বৃহস্পতিবার নিজে এফডিসিতে লিখিতভাবে সদস্যপদ প্রত্যাহার করে নেয়ার আবেদন করেন।
এ বিষয়ে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা তার আবেদন পেয়েছি। আমাদের পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। কাজী হায়াৎ একজন সিনিয়র পরিচালক। দীর্ঘদিন তিনি আমাদের সমিতির সদস্য। তার সদস্যপদ প্রত্যাহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা হবে। তিনি যে অভিযোগ এনে নিজেকে সরিয়ে নিচ্ছেন সেটিও খতিয়ে দেখা হবে।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা কাজী হায়াৎ পরিচালক সমিতির সভাপতি ও মহাসচিব বরাবর লিখিত আবেদনে উল্লেখ করেন, ‘তিনি দীর্ঘদিন ছবি করছেন না। নতুন করে ছবি নির্মাণের ইচ্ছাও ছিল না। প্রিয় একজন প্রযোজকের চাপে তিনি একটি নতুন ছবি বানাতে চাইছিলেন। পরিচালক সমিতির নিয়ম অনুযায়ী নতুন ছবির নাম নিবন্ধনের জন্য আবেদনও করেছিলেন। কিন্তু সমিতি তার ছবির নাম নিবন্ধনের ব্যাপারে টালবাহানা করেছে। এ বিষয়টি তাকে লজ্জিত ও ব্যথিত করেছে। বাধ্য হয়ে তিনি এ সমিতি থেকে সরে দাঁড়ালেন।’
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

