নিজস্ব প্রতিবেদক:
পাবনায় মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর থানায় বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন এক সন্তান। পাবনার চর সদিরাজপুর গ্রামের শহিদ উদ্দিন দেওয়ান (৫০)কে আসামি করে মামলাটি করেন তার বড় ছেলে শামিম হোসেন।
মামলার বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বুধবার রাতে সদর উপজেলার চরসদিরাজপুর গ্রামের শহিদ দেওয়ানের সাথে তার স্ত্রী নাজমা খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমাকে শ্বাসরোধে হত্যা করেন শহিদ।
পরে এলাকাবাসী টের পেয়ে শহিদকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পাবনা সদর থানায় নিহত গৃহবধু নাজমা খাতুনের বড় ছেলে শামিম হোসেন বাদী হয়ে বাবা শহিদ দেওয়ানের নামে হত্যা মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

