স্পোর্টস ডেস্ক:
ওভাল টেস্টে ইংল্যান্ড বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে। তৃতীয় দিন শেষে স্বাগতিকরা ৯ উইকেট হাতে রেখে ২৫২ রানের লিড নিয়ে ফেলেছে। অবশ্য শনিবার বৃষ্টির বাঁধায় ইংলিশরা পুরো দিন খেলতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাট করতে পেরেছে মাত্র ২১.২ ওভার। ইংল্যান্ড তাতে ১ উইকেট হারিয়ে ৭৪ রান করে । টেস্টের চতুর্থ দিনেই হয়তো নির্ধারণ হয়ে যেতে পারে ম্যাচের পুরো ভাগ্য রোববার। দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে।
এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড শুরুতে প্রথম ইনিংসে সফল ব্যাটসম্যান অ্যালিস্টার কুককে হারায় । কুক ফিরেছেন ৭ রান করে। দ্বিতীয় উইকেটে অবশ্য দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন জেনিংটন (৩৪) এবং ওয়েস্টলি (২৮)। চার ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

