১৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:৫২

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

দৈনিক দেশজনতা ডেস্ক:

স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে। সম্প্রতি প্রকাশিত তথ্য – উপাত্তে যুক্তরাষ্ট্রে দুর্বল মূল্যস্ফীতি ও অন্যান্য চিত্র সুদের হার বাড়ানোর পক্ষে নেই। এতে ডলারের দাম সোমবার ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকরা জানিয়েছেন এর ফলে মূল্যবান ধাতুটির দাম কমেছে । নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স বিভাগে ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে প্রতি আউন্সে স্বর্ণের দাম কমেছে দশমিক পাঁচ শতাংশ। ওই দিন প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয় এক হাজার ২৩৩ ডলার ৯০ সেন্ট বা স্থানীয় মুদ্রায় ৯৮ হাজার ৭১২ টাকা (প্রতি ডলার ৮০ টাকা ধরে)। এছাড়া স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স লেনদেন হয় এক হাজার ২৩৪ ডলার ৫৯ সেন্ট বা ৯৮ হাজার ৭৬৭ টাকা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ৫:৪৮ অপরাহ্ণ