২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:২২

অধিকার সম্পাদক আদিলুর রহমান মালয়েশিয়ায় আটক

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটক হয়েছেন বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান। অধিকার এর একজন পরিচালক নাসির উদ্দিন এলান বিবিসিকে জানিয়েছেন ভোর সাড়ে চারটার দিকে মিস্টার রহমানকে আটক করে সেখানকার ইমিগ্রেশন পুলিশ। মিস্টার রহমান মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন এবং তার ২২ জুলাই ঢাকায় ফেরার কথা ছিলো।
নাসির উদ্দিন এলান বলেন, “ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে বিমানবন্দরেই একটি কক্ষে রাখা হয়েছে। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা সেখানে যাচ্ছেন”।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ